নিজস্ব সংবাদদাতা : শনি-রবি স্কুল, সরকারি দফতরগুলি বন্ধ থাকায় রাস্তায় যানজটের সম্ভাবনা অনেকটাই কম থাকে। কিন্তু জানেন কি, চলতি সপ্তাহের শেষের দিকে অপেক্ষা করছে দুর্ভোগ? মেরামতির কাজ শুরু হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতুতে। যার জেরে আগামী শনিবার রাত ১১.৫৫ থেকে ভোর ৫টা পর্যন্ত, রবিবার রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৬ টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল। ফলে ট্রাফিক চাপ বাড়বে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতুতে। বিকল্প রুট হিসেবে মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে। অন্যান্য গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাবে। প্রশাসনিক বৈঠকে ঠিক হয়েছে যে আলিপুর-এর দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা যানবাহনকে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।পাশাপাশি, বন্দর এলাকা থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস মোড় দিয়ে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে। ছোট বালি গাড়ি ব্রিজে উঠতে দেওয়া হবে না। সেগুলি স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ হয়ে যাতায়াত করবে বলে ঠিক করা হয়।