দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : গত মার্চ মাসের ১২ তারিখ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দুজিপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। ইতিমধ্যেই চুরির অভিযোগ দায়ের করা হয়েছে পিংলা থানায়৷ পুলিশ তদন্তে নেমে প্রায় তিন মাসের মাথায় একজনকে গ্রেফতার করলো। উদ্ধার হল একটি প্রাইভেট গাড়ি। ধৃতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার যোশীপুর থেকে গ্রেফতার করে পুলিশ।অপরদিকে, ঝাড়খন্ডের পশ্চিম সিংভুম জেলার মাঝগাঁও থেকে উদ্ধার করা হয় প্রাইভেট গাড়িটি।ওই গাড়িতে করেই চারজন চুরি করতে এসেছিল বলে জানা যায়। রবিবার দুপুরে অভিযুক্তকে আদালতে তোলা হবে। পাশাপাশি ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের খোঁজ পাওয়া যায় কিনা সেই চেষ্টা চালাচ্ছে পিংলা থানার পুলিশ।