নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি জানিয়ে এবার হেয়ার স্ট্রিট থানায় এক ইমেল করেছেন। সেই ইমেলের কপি তিনি তার 'এক্স' হ্যান্ডেলে পোস্টও করেছেন। তিনি লিখেছেন, '' নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা নিয়ে হেয়ার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত আধিকারিককে ইমেলে অভিযোগ জানিয়েছি। বিজেপি-র আটজনকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি, দলের হয়ে প্রতিজ্ঞা করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে, সেখানেই ইমেলে অভিযোগ জানিয়েছি। আশাকরি ক্ষমতার অপব্যবহার এবং হুমকি নিয়ে ব্যবস্থা নেবে পুলিশ। ৭২ ঘণ্টা অপেক্ষা করব। পুলিশ যদি এফআইআর না করে, ACJM-এর দ্বারস্থ হব। ''
এক্ষেত্রে উল্লেখ্য যে, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভায় মমতা বন্দ্য়োপাধ্যায় বিজেপি নেতাদের গ্রেফতারির হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, "ওরা যদি আমার চার জনকে জেলে রাখে, আমি তাহলে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, ওদের বিরুদ্ধে খুন এবং অন্য যে সব অভিযোগ রয়েছে, ওদের আটজনকে জেলে ভরব।" সেই নিয়ে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা উত্তরে বলেন যে, " দম থাকলে সুকান্ত মজুমদারকে নিয়ে শুরু করুন। সকুান্ত মজুমদারের স্থাবর-অস্থাবর সম্পত্তি, আমার বাবা-মা, স্ত্রীর সম্পত্তির হিসেব নিন। আপনার পরিবারের সম্পত্তির হিসেবও বের করুন। "
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের গ্রেফতারির দাবি নিয়ে শুভেন্দুকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, " যার নিজের নামে সিবিআই-এর কাছে এফআইআর রয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যিনি রাজ্যের পুলিশকে চটিচাটা বলেন, তিনিই আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছেন! "
তবে কি সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তৃণমূল নেতাদের একে একে জেলে পোরা হচ্ছে বলে মনে হয় ?