নিজস্ব সংবাদদাতা, গড়বেতাঃ গড়বেতার সভায় তৃণমূলকে জোর কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তার পাল্টা সভা করে যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসের।
গত ৪ ঠা জানুয়ারী গড়বেতার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চাঁছাছোলা কুরুচিকর ভাষায় আক্রমন করেন সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেসকে। সেদিন ছিল জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে প্রচার। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তীর ডাকে পাল্টা ক্ষমতা দেখালো শাসকদল।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে শালবনী কিংবা কেশপুর বরাবর বামেদের শক্ত ঘাঁটি ছিল। ২০১১ সালে পালা বদলেও অটল ছিল গড়বেতা। পরিবর্তন হয়নি গড়বেতা বিধানসভার। সেবার গড়বেতায় জয়লাভ করেছিল সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ। কিন্তু তারপর গড়বেতায় পরিবর্তন ঘটে পঞ্চায়েত থেকে লোকসভা ও বিধানসভা বরাবর গড়বেতা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। কিন্তু গত লোকসভার নির্বাচনে ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভার আসনে জয়লাভ করে বিজেপি।
স্থানীয় প্রশাসনেরও পুরো নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যায় বিজেপির হাতে। গায়ের জোর ও দাদাগিরি চোখরাঙানি শুরু হয় এরপর গড়বেতা জুড়ে। বাম দলের নেতা কর্মীরা এরপর বিজেপিতে মিলে মিশে গ্রামে গ্রামে উত্তেজনা ছড়াতে থাকে। কড়া হয় প্রশাসন ২০২১ এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে গ্রামে গ্রামে রাজনৈতিক উত্তেজনা কমে আসে।