সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে শুভেন্দু অধিকারী

প্রতিবাদে শুভেন্দু অধিকারী।  

author-image
Adrita
New Update
suvendulie

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ সমবায় ব্যাঙ্কের নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপির ধিক্কার সভা মহিষাদলে। ধিক্কার সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া দেন। তিনি বলেন,

১) সিবিআইয়ের প্রতি অনাস্থা। নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করতে বলল হাইকোর্ট।

নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আরজি করে ধর্ষণ ও খুন হওয়া চিকিৎসকের বাবা - মার। বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। কারণ এই তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণ চলছে। এই অবস্থায় এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়ে ফের সোমবার বিষয়টি মেনসন করার নির্দেশ দেন। এই নিয়ে শুভেন্দুর মন্তব্য। 

২)মুর্শিদাবাদে হানা দিয়ে জাল পাসপোর্ট চক্রের ২ পাণ্ডাকে গ্রেফতার করল অসম পুলিশের STF ভোররাতে হানা দিয়ে হরিহরপাড়া থেকে পাকড়াও ২ ধৃতদের নাম মহম্মদ আব্বাস আলি ও মিনারুল শেখ ধৃত আব্বাস ও মিনারুল UAPA ধারায় অভিযুক্ত, ধৃতদের থেকে উদ্ধার ৪টি মোবাইল ফোন, পেনড্রাইভ। এই নিয়ে শুভেন্দুর মন্তব্য। 

৩) নিয়োগ দুর্নীতিতে দেখেছেন রাজ্য সরকার কিভাবে চিটিং বাজি করেছে। আমরা তো আশা করবো মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে।