নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ 'এখানকার তৃণমূল প্রার্থী এক সময় সিপিআইএমের বড় নেতা ছিলেন, ওনার বাবা ওই দলের প্রধান ছিলেন। সেই সূত্রেই ২০০৬ সালে উনি শিক্ষকতার চাকরী পেয়েছেন' তালডাংরা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শনিবার তালডাংরার বিবড়দায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্ত্তীর সমর্থণে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও বলেন, তৃণমূল প্রার্থী ভোট প্রচারে গিয়ে নিজের উৎকল ব্রাহ্মণ পরিচিতি দিয়ে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করতে চাইছেন। এই বিভাজনের রাজনীতি রুখে দিতে হবে বলে তিনি দাবি করেন।
এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, আগে যে তৃণমূলের লোকেদের সাইকেলের টায়ার থাকতোনা, এখন তাদের বিশালাকার বাড়ি, চার চাকা গাড়ি, জোড়া মোটর বাইক, লাল চুল, পায়ে ১২ হাজারি জুতো হয়েছে। সেকারণেই পরিবর্তন তৃণমূল নেতাদের হয়েছে, সাধারণ মানুষের হয়নি বলে তিনি দাবি করেন।