হরি ঘোষ, দুর্গাপুর : ২০২৪-এ লোকসভা নির্বাচন। তার আগে দুর্গাপুরে ৩১ নম্বর বিদ্যাসাগর অ্যাভিনিউয়ে বিজেপির কার্যালয়ে রাঢ়বঙ্গ জোনের ৮ টি সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক হল। এছাড়া নতুন ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে ভোটার চেতনা মহাঅভিযান নামকরণ করে এই বৈঠক আয়োজিত হয়েছিল। বৈঠকে যোগ দিতে এসে রাজ্যকে তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। এ বিষয়েও দুর্গাপুর থেকে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য নিয়োগ নিয়ে তিনি বলেন, রাজ্য সরকারকে উপাচার্য নিয়োগের পদ্ধতি রাজ্যপালের কাছে উপস্থাপনা করা দরকার। কেন্দ্রীয় রাজ্য সরকার চাইছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী দখলদারি। সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্বশাসিত হওয়া দরকার বলেও তিনি জানান।