নিজস্ব সংবাদদাতা: সাইবার প্রতারণার নতুন কৌশল। সাইবার প্রতারণার কবলে মহকুমা শাসক। এবার খোদ মহকুমা শাসকের নাম,ছবি ব্যবহার করে ফেসবুক-হোয়াটসঅ্যাপে ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে বিভ্রান্ত করে প্রতারিত করা হচ্ছে বিভিন্নভাবে। মহকুমা শাসকের ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট বা ফোন নাম্বারে whatsapp ডিপিতে মহকুমা শাসকের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। ইতিমধ্যে মহকুমা শাসক এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের নামে প্রায় ১২ টির মতো ফেসবুক অ্যাকাউন্ট চলাচ্ছে প্রতারকরা ।এমনকি একটি মোবাইল নম্বরে হোয়াটস অ্যাপ খুলে মহকুমা শাসকের ছবি দিয়ে ট্রু-কলারে নাম সেভ করেও, বিভিন্নভাবে প্রতারিত করা হচ্ছে সাধারণ মানুষকে। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে মহকুমা শাসক পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এমনকি এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন মহকুমা শাসক। খোদ মহকুমা শাসকের অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন সেটিও স্বীকার করলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। এনিয়ে সামাজিক মাধ্যমেও এঘটনা নিয়ে সাধারন মানুষকে সচেতনের বার্তা দিয়েছেন তিনি। মূলত ফেক ফেসবুক ও হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মানুষকে পাঠানো হচ্ছে ভুলভাল মেসেজ,শেষমেশ নিজের সম্মান রক্ষায় প্রশাসনের দ্বারস্থ ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। খোদ মহকুমাশাসকের নামে এভাবে লাগাতার ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারনার ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ।