নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ অস্বাভাবিক হারে বাজারে সবজি, মাছ সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে জেলায় জেলায় বাজারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, আজ ঘাটালের প্রগতি বাজার এবং কুঠি বাজারে মহকুমা শাসকের নেতৃত্বে কৃষি বিপণন বিভাগ এবং লিগেল মেট্রলজি বিভাগের একাধিক আধিকারিকদের একটি বিশেষ টিম অভিযান চালায়। আজ সকাল থেকেই অভিযান চলে ঘাটাল প্রগতি বাজার এবং কুঠি বাজার এলাকায়। বাজেয়াপ্ত করা হয় কয়েকটি বৈধ কাগজপত্র বিহীন ইলেকট্রনিক ওজন মেশিন। একই সঙ্গে ব্যবসায়ীদের কড়া বার্তা দেওয়া হয় কোনভাবেই অস্বাভাবিক মূল্যে বিক্রি করা যাবে না শাক-সবজি থেকে মাছ, মাংস, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। জানা গিয়েছে, মহকুমাশাসক সুমন বিশ্বাস দোকানগুলোতে গিয়ে খোঁজ নেন শাকসবজির দাম এবং এটাও জানান এই অভিযান লাগাতার চলতে থাকবে। খুচরো ও পাইকারি বাজারের মধ্যে দামের সামঞ্জস্য না থাকায় এই দাম বৃদ্ধি,তা যাতে না হয় নজরদারি চলবে বলে জানান মহকুমাশাসক।