নেই কোনো ঘর, গাছতলা কিংবা গোডাউনে চলছে পড়াশুনা! হতবাক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

১৩ বছর ধরে নেই কোনো ঘর। গাছ তলা কিংবা লোকের গোডাউনে চলছে অঙ্গনওয়াড়ী কেন্দ্র। সেখানে পরিদর্শনে গিয়ে হতবাক হয়ে গেলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ।

author-image
Probha Rani Das
New Update
COVghEhR.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ১৩ বছর ধরে কখনো গাছতলা বা কখনো লোকের গোডাউনে চলছে বাচ্চাদের পঠন পাঠন। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মহসীনপুর গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্র ১৩ বছর ধরে ওই ভাবেই চলে আসছে।

vbncvb6.jpg

সম্প্রতি, এই কেন্দ্র পরিদর্শনে গিয়ে হতবাক হয়ে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। একদিন আগেই তিনি এই অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করেন। এলাকাবাসী, অভিভাবক ও গর্ভবতী মায়েদের পরিবারের দাবী এই এলাকায় জায়গা চিহ্নিতকরণ হয়েছে।

vbncvb7.jpg

কিন্তু অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কাজ হয়নি।বর্ষায় প্রচুর সমস্যা। গরম কালে গাছের তলায় পড়াশুনা হয়। বর্তমানে ২৮-৩০ জনের রান্না হয় এই কেন্দ্রে। রান্না করতেও অসুবিধায় পড়ছে এলাকাবাসী। এলাকাবাসী চাইছে সরকারি ভাবে একটি ভালো অঙ্গনওয়াড়ী কেন্দ্র তৈরি হোক।

vbncvb8.jpg

অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু বলেন, “এই এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র নেই। আমি ওনাদের আবেদন করতে বলেছি। আমি জেলা লেভেলে কথা বলে একটি অঙ্গনওয়াড়ী কেন্দ্র যাতে করা যায় তার চেষ্টা করব।” 

Adddd