নিজস্ব সংবাদদাতা: ফের আইআইটিতে (IIT) পড়ুয়ার রহস্য মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে (Kharagpur)। রবিবার রাতে আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে পড়ুয়ার ঝুলন্ত দেহ। খড়গপুর থানার পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনিকেত ওয়ালকর (২২)।
/anm-bengali/media/media_files/1e2mdv3dcFOXBpsk2cv6.jpg)
জানা গিয়েছে, মৃত ছাত্র ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা থাকতেন আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু (J.C Bose) হলে। তাঁর রুম নম্বর ছিল সি-214 (C- 214)। ওই ঘর থেকেই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।