নিজস্ব সংবাদদাতা: ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কলেজ চত্বর। মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা এসআরএফ কলেজে বুধবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। তাদের সঙ্গে এদিন এই বিক্ষোভে যোগ দিয়েছেন প্রাক্তন পড়ুয়ারাও।
কলেজের বিভিন্ন বেনিয়মের বিরুদ্ধে এদিন বিক্ষোভ প্রতিবাদ দেখাতে শুরু করেন তারা। এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে কলেজের ন্যাক টিম পরিদর্শন করতে এসেছিল। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ নামে একটি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই কলেজে উদ্বোধন করেন প্রণবানন্দ আশ্রমের কার্তিক মহারাজ। আর কার্তিক মহারাজ আসতেই বেজায় চটে গিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
এরপরেই ছাত্রছাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাই এই বিক্ষোভের তৃণমূলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন একাংশ। বেলডাঙার বিধায়ক বেলডাঙ্গা পৌরসভার পৌর প্রধান থাকতেও কেন কার্তিক মহারাজকে দিয়ে উদ্বোধন করানো হল তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরেই এদিন সকাল থেকে কলেজের বিভিন্ন বেনিয়মের অভিযোগ তুলে সরব হন ছাত্রছাত্রীরা।
যদিও কোনরকম দলীয় পতাকা ছাড়াই দিন পথে নামেন তারা। দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কলেজ চত্বরে। যদিও ছাত্রছাত্রীদের দাবি কলেজে ক্লাস হয় না পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নেই তার বিরুদ্ধেই তারা এদিন রাস্তায় নেমেছেন। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।