বিহার থেকে উদ্ধার করে মাধ্যমিক পরীক্ষায় বসালেন বিডিও

কি ঘটেছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-20 at 8.15.02 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাস কয়েক আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিমতী হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বিহারে চলে যায়।পরে পুলিশ প্রশাসনের তৎপরতা তাকে ফিরিয়ে আনা হয়।

মাধ্যমিক শুরুর কয়েক দিন আগে ফের বিহারে পালিয়ে যায় ঐ ছাত্রী। তারপর স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ফের বিহার থেকে ঐ ছাত্রীকে উদ্ধার করে ডেবরায় নিয়ে আসে ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী। ঐ ছাত্রী ডেবরা হরিমতী হাইস্কুলের পড়ুয়া। তারপরে তড়িঘড়ি ঐ ছাত্রীকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। সেই মতো অর্জুনী হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষাও দেয় ওই ছাত্রী। আজ শেষ দিনে ডেবরা বিডিও প্রিয়ব্রত রাড়ী, জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, হরিমতী স্কুলের প্রধান শিক্ষক, চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা গিয়ে পরীক্ষার্থীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন। কেন সে বার বার বিহার চলে যেতে যায় জানতে চান। সমস্ত বিষয় জানার পর ওই পরীক্ষার্থীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।