একদিকে উচ্চ মাধ্যমিক, অন্যদিকে বামেদের ধর্মঘট! মেদিনীপুর কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী

এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-03 at 1.53.50 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: একদিকে আজ থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে SFI, AIDSO-র মতো বাম ছাত্র সংগঠনগুলির ডাকা ছাত্র ধর্মঘট। সব মিলিয়ে সোমবার সকাল থেকেই মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-র সামনে টানটান উত্তেজনা।

যানজট ঠেকাতে এবং যে কোনও ধরনের অশান্তি রুখতে সকাল ৭টা থেকেই অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পিনাকী দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে মেদিনীপুর কলেজ তথা শহরের পঞ্চুরচক সংলগ্ন কলেজ কলেজিয়েট রোডের সামনে। অন্যদিকে, SFI, AIDSO নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই ছাত্র ধর্মঘটের ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ক্ষেত্রে কোনও ব্যাঘাত ঘটবে না। এই ধর্মঘট পালন করা হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে। যদিও, পরিস্থিতির মোকাবিলা করতে বিশাল পুলিশ বাহিনী তৎপর রয়েছে সকাল থেকে।