নিজস্ব সংবাদদাতা : ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করার পর, প্রশাসন রাজ্যে কঠোর নজরদারি শুরু করেছে। গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের কুবাই এলাকায় সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ পুলিশ প্রশাসন ব্যারিকেট বসিয়ে মাল বোঝাই লরিগুলির চেকিং শুরু করে। প্রশাসন সূত্রে জানা যায়, এই চেকিংয়ের মূল উদ্দেশ্য ছিল, আলু পাচার এবং কালোবাজারি রোধ করা।
এছাড়া, কোল্ড স্টোরগুলিতেও নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই আলু বাইরে রপ্তানি না করা হয় এবং সেগুলি বাজারে বৈধভাবে বিক্রি হয়। প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে, যারা এই ধরনের অসাধু কার্যকলাপে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই পদক্ষেপের মাধ্যমে, রাজ্য সরকারের উদ্দেশ্য হল আলুর বাজারে স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কালোবাজারি বা অবৈধ রপ্তানি থেকে রাজ্যকে রক্ষা করা।