অপারেশ সিঁদুরের পরেই বাঙ্কারে লুকিয়েছিলেন পাক সেনাপ্রধান, বিদেশে পালিয়েছে পরিবার, সামনে চাঞ্চল্যকর তথ্য
আরজেডি নেতা তেজস্বী যাদব কী বলেছেন?
BREAKING : দেশের জন্য বিরাট কোহলির অবদান অনেক ! বিরাটের ভূয়সী প্রশংসা করলেন রাজীব শুক্লা
Big Breaking: আজ রাত ৮টা, দেশবাসীকে বিশেষ কিছু বলতে চলেছেন প্রধানমন্ত্রী
BREAKING : পাকিস্তান বুঝে গেছে আমাদের সাথে যুদ্ধ,তাদের সাধ্যের বাইরে ! বড় মন্তব্য করলেন দেবেন্দ্র ফড়নবীশ
BREAKING : বিকাল ৫টায় হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠক ! বড় শর্ত চাপাতে পারে ভারত ?
এবার মুম্বাইয়ে হামলার ছক কষছে পাকিস্তান! শহর জুড়ে জারি করা হল উচ্চ সতর্কতা
পাক ড্রোন হামলায় আংশিক ক্ষতিগ্রস্থ! মঙ্গলবার থেকে চালু হচ্ছে জম্মু বিমানবন্দর
কি বললেন ওমর আবদুল্লাহ?

বৃষ্টির মেজাজে বাংলা! ১৮ এপ্রিল পর্যন্ত ঝড়বৃষ্টি, কোথায় হবে ভারী বর্ষণ?

নববর্ষেই রাজ্যে ঝড়বৃষ্টির দাপট! দার্জিলিং থেকে মেদিনীপুর—১৮ এপ্রিল পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল বিস্তারিত পূর্বাভাস।

author-image
Debapriya Sarkar
New Update
কলকাতা: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে আবার ফিরছে শীত

নিজস্ব সংবাদদাতা : নববর্ষের শুরুতেই রাজ্যে ফিরে এসেছে বর্ষার মতো মেজাজ। আকাশের মুখ ভার, আর তার সঙ্গে বইছে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, যার প্রভাব পড়ছে রাজ্যের আবহাওয়ায়।

ছাতা সঙ্গে আছে তো? বৃহস্পতিবার থেকেই কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস

আজ, ১৭ এপ্রিল, বৃহস্পতিবার উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিমি গতিতে হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টি।

১১১

শুক্রবার, ১৮ এপ্রিল আবারও উত্তরবঙ্গের কিছু জায়গায় যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ঝড়ের গতি থাকতে পারে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায়।

ঘূণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক রাজ্যে

সুতরাং আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। এমন আবহাওয়ায় বাড়ির বাইরে বের হলে সঙ্গে রাখুন ছাতা, আর বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকাই ভালো। শহরের গরম থেকে স্বস্তি মিললেও, গ্রামের কৃষকদের জন্য এই ঝড়বৃষ্টি হতে পারে নতুন চিন্তার কারণ।