রাজ্যে ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে টানা পাঁচদিনের আবহাওয়া বদলের পূর্বাভাস

আগামীকাল থেকে শুরু হওয়া এই আবহাওয়া পরিবর্তনের ফলে নাগরিক জীবনেও কিছুটা প্রভাব পড়তে পারে। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়া সংক্রান্ত আপডেট দেখে নেওয়ার পরামর্শ রইল।

author-image
Jaita Chowdhury
New Update
weather

নিজস্ব সংবাদদাতা: আজ শনিবার, আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকলেও কাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টির পর্ব। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

 

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রভাবে গরম কিছুটা কমবে বলে আশা।  

Weather

আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৬ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে। জোয়ার আসবে দুপুর ২টো ৯ মিনিট ও রাত ৩টে ২৪ মিনিটে। ভাটা পড়বে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও রবিবার সকাল ৭টা ৪৬ মিনিটে।

 

উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।