নিজস্ব সংবাদদাতা: আজ শনিবার, আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকলেও কাল রবিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টির পর্ব। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এরপর টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রভাবে গরম কিছুটা কমবে বলে আশা।
/anm-bengali/media/media_files/FDnvb2671C5OHryfW8yt.jpg)
আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৬ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে। জোয়ার আসবে দুপুর ২টো ৯ মিনিট ও রাত ৩টে ২৪ মিনিটে। ভাটা পড়বে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও রবিবার সকাল ৭টা ৪৬ মিনিটে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।