বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া: ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস ও শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্প। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ খামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাক বিভাগের সাউথ বেঙ্গল রিজিওনের জেনারেল পোষ্ট মাষ্টার শশী শালিনী কুজুর। উপস্থিত ছিলেন নোডাল ডেপুটি কালেক্টর বিপ্লব চক্রবর্ত্তী সহ অন্যান্যরা।
ডাক বিভাগ সূত্রে খবর, বিষ্ণুপুরের দশাবতার তাসের কদর বিশ্বজুড়ে। বছরের বিভিন্ন সময়ে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের অন্যতম আগ্রহের বিষয় এই দশাবতার তাস। আবার শুশুনিয়ার ঐতিহ্যবাহি পাথর শিল্পকে নিয়েও মানুষের আগ্রহের শেষ নেই। সেই কারণেই বাঁকুড়ার বিখ্যাত হস্তশিল্পকে আরো বেশী বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে বিষ্ণুপুরের শ্যাম রায়ের মন্দির, শিল্পী যামিনী রায়ের শিল্পকর্ম, পাঁচমুড়ার টেরাকোটা, বিষ্ণুপুরের বালুচরি শাড়ি নিয়ে ডাক বিভাগের তরফে ডাক টিকিট ও বিশেষ কভার প্রকাশিত হয়েছে। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিষ্ণুপুরের দশাবতার তাস ও শুশুনিয়ার ঐতিহ্যবাহী পাথর শিল্প। এই বিশেষ কভার বাঁকুড়া মুখ্য ডাকঘর, কলকাতা জি.পি.ও ছাড়াও অন লাইনের মাধ্যমে বরাত দিয়েও সংগ্রহ করা যাবে বলে জানা গেছে।