নিজস্ব প্রতিনিধি, কাঁকসা : ঝাড়খণ্ড থেকে চুরি হওয়া ১৪ চাকার লরি উদ্ধার করলো কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ।গ্রেপ্তার ওই লরি চালক।ধৃত ব্যক্তি শহীত কুমার বিহারের ভাগলপুরের বাসিন্দা।কাঁকসা ট্রাফিক পুলিশ সেই চুরি যাওয়া লরি সহ চালককে আটক করে তুলে দিল কাঁকসা থানার পুলিশের হাতে।তারপর পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও গ্রেপ্তার করে।ধৃত ব্যক্তিকে আজ আদালতে তোলা হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, সোমবার সন্ধ্যায় চুরি যাওয়া ওই লরিটি দুর্গাপুর থেকে পানাগড় আসার পথে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশের হাতে ধরা পড়ে, পুলিশ গাড়ি চালকের বৈধ লাইসেন্স দেখতে চাই। চালকের কাছে লাইসেন্স না থানার ফলে পুলিশ ফাইন করে।সেই গাড়ির ফাইনের ম্যাসেজ যায় গাড়ির মালিক মুকেশ প্রসাদের কাছে।মুকেশ বাবু তৎক্ষণাৎ যোগাযোগ করে কন্ট্রোল রুমের সাথে।
তিনি কন্ট্রোল রুমে জানান, কিছু দিন আগেই তার লরি চুরিটি হয়েছে এবং চুরির অভিযোগও তিনি করেছেন থানায়।এই খবর কন্ট্রোল রুম থেকে পাওয়া মাত্রই কাঁকসা ট্রাফিক গার্ডের আধিকারিক অমর নাথ দাস অত্যন্ত তৎপরতার সাথে দলবল নিয়ে ওই চুরি হওয়া লরির পিছনে ধাওয়া করে লরি সহ চালকে আটক করেন এবং কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেন লরিটি।পুলিশ এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।