সাফল্য, রাজ্যে ২ কোটি টাকার বাজি বাজেয়াপ্ত করল এসটিএফ

রাজ্য থেকে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করল এসটিএফ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের নীলগঞ্জের বেআইনি বাজি বিস্ফোরণ কাণ্ডের পর থেকে আবারও সক্রিয় গোয়েন্দারা। বিস্ফোরক দ্রব্য এবং নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ ও নিউ ব্যারাকপুর থানার পুলিশ। তাদের সন্দেহ দত্তপুকুর নীলগঞ্জ থেকেই এই বাজি পাচার হচ্ছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এসটিএফ। জানা গিয়েছে, সোদপুর ঘোলা তালবান্দা এলাকায় একটি পার্কিংয়ে বারো চাকার দু’টি পঞ্জাব লরি দাঁড়িয়ে ছিল। সেই সময় পুলিশ আধিকারিকরা অভিযান চালান। মোট ৩৭. ৪২ টন বাজি উদ্ধার করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া বাজির মূল্য প্রায় দু’কোটি টাকা। ঘোলার পাশাপাশি দত্তপুকুর বেড়াবাড়িতেও তিনটি ট্রাক আটক করেছে এসটিএফ। উদ্ধার হওয়া বিস্ফোরক ও নিষিদ্ধ শব্দবাজি পরীক্ষা করে দেখা হবে। তা নিষ্ক্রিয় করবার জন্য সিআইডির বিডিডিএস টিমকেও খবর দেওয়া হয়েছে।