পুলিশের নজর এড়িয়ে প্রকাশ্য দিনের আলোয় বালি চুরি

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে প্রকাশ্য দিনের আলোয় বালি চুরি ! পুলিশ প্রশাসন ও সেচ দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দামোদরের বালি চুরি নিয়ে বহুবার অভিযোগ প্রকাশ্যে এসেছে। তবে এবার বালি মাফিয়ারা চুরির কায়দা বদলেছে। এবার দামোদরের বর্ধমান সেচ খালে জল কমতেই প্রকাশ্য দিবালোকে সেচ খালের বুক চিরে চলছে বালিচুরি। 

দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সেচ খালে বালি চুরি হচ্ছে প্রকাশ্যে। কিভাবে পুলিশ প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকদের নজর এড়িয়ে চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, যান নিয়ন্ত্রণের জন্য দুর্গাপুর ব্যারেজেই উপস্থিত থাকে বাঁকুড়া জেলার বড়জোড়া থানার পুলিশ। ব্যারেজ থেকে দুর্গাপুর আসার পথে থাকে কোকওভেন থানার পুলিশ। এদের সকলের নজর এড়িয়ে কিভাবে চলছে এই বালি চুরি ?  উঠছে প্রশ্ন। 

সূত্রের খবর, স্থানীয় মানুষজনদেরকে কাজে লাগিয়ে সেচ খালের বুক কেটে এইভাবেই বালি তোলা হয়। পরে তা বস্তাবন্দি করে সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হয় এবং তা বাজারে চড়া দামে বিক্রি করা হয়। এছাড়াও, মহিলা, পুরুষ এমনকি বাচ্চাদেরকেও এই বালি খোদাই করতে দেখা যায় কখন কখনও। 

এই বিষয়ে, সেচ দফতরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, ' আমরা খবর পেলাম, এবার পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো। ' যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।