নকল সোনার বিস্কুট দেখিয়ে চুরি, ছিনতাই, ধৃত ২

ধৃত ২ জন।

author-image
Adrita
New Update
Arrest

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ নকল সোনার বিস্কুট পাচার করতে গিয়ে বর্ধমান থানার পুলিশের জালে হাতেনাতে ধরা পরলো দুই যুবক। জানা গিয়েছে, গোলাপবাগ ট্রাফিক ওসি পিকু দাসের তৎপরতাই বর্ধমান স্টেশন থেকে বৃহস্পতিবার নকল সোনার বিস্কুট পাচার করতে গিয়ে আটক হল দুই যুবক। প্রসঙ্গত আরও জানা গেছে, বহুদিন ধরে মানুষকে প্রতারণা করে চলেছেন তারা। নকল সোনার বিস্কুটের প্রলোধন দেখিয়ে চুরি ছিনতাই করে থাকেন ওই দুই যুবক।

jail.jpg

 পুলিশ সূত্রে খবর যে, বহুদিন ধরেই বর্ধমান জেলা পুলিশের স্ক্যানারে ছিল এই নকল সোনার বিস্কুটের পাচারকারীর দল। অবশেষে আজ হাতেনাতে ধরা পরল এই দুই যুবক। জানা গিয়েছে, আজ বর্ধমানের পাওয়ার হাউজ পাড়া এলাকাতে এক মহিলাকে নকল সোনার বিস্কুট দেখিয়ে ছিনতাই করার চেষ্টায় ছিল ওই দুই যুবক। কিন্তু সেই ভদ্রমহিলা গোলাপবাগ টফি ওসি পিকু দাসের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে বিষয়টা জানাতেই ট্রাফিক ওসি সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে বর্ধমান সদর থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, ধৃত  দুই যুবকের বাড়ি বহরমপুর।  

d