নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের বাসিন্দারা গরমের কারণে অতিষ্ঠ হয়ে উঠছেন। তবে আর কিছুক্ষণের মধ্যেই চিত্তরঞ্জনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টা থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার কথা রয়েছে চিত্তরঞ্জনে। তবে চিত্তরঞ্জনে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। ঘন্টাখানেকের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। তবে বৃষ্টির কারণে স্বস্তির আবহাওয়া বিরাজ করবে চিত্তরঞ্জনে। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।