প্রকাশিত হয়েছে রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলাফল, দেখুন মেধাতালিকা

৩৮ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
শ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। এ বছর রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী পরীক্ষা দিয়েছে।

WBJEE 2023: Exam on April 30; check paper pattern, eligibility | Education  News - The Indian Express

দেখে নিন প্রথম দশ মেধাতালিকা। কিংশুক পাত্র, (বাঁকুড়া জেলা স্কুল), শুভ্রদীপ পাল, (কল্যাণী ইউনিভার্সিটি স্কুল), বিভাসন বিশ্বাস, (কৃষ্ণনগর), ইরাদ্রি বসু খান্দ, (দার্জিলিং পাবলিক স্কুল), ময়ুখ চৌধুরী, (সাউথ পয়েন্ট), রিতম বন্দ্যোপাধ্যায়, (হুগলি), অভীক দাস, (আলিপুরদুয়ার), অথর্ব সিংহানিয়া (রুবি পাবলিক), সৌনক কর, (স্কটিশ চার্চ কলেজ), এবং বিজিত ময়িশ, (বিডি মেমোরিয়াল নরেন্দ্রপুর)। 

JEE Main Result 2024 : Cut-Off Up By 2.45%; 56 Candidates Achieve 100 % -  Newsx

Add 1