ডেবরায় বন্যা কবলিত এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন

সরকারি কর্মচারী ফেডারেশন মানবিক।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
voverউয়জ্জ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তর দিকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যায় জলমগ্ন। এখনও ডেবরা ব্লকের বেশ কয়েকটি জায়গায় জলবন্দী হয়ে রয়েছে মানুষজন। আর এই বন্যা দূর্গতদের পাশে ডেবরার বিধায়ক ডঃ  হুমায়ুন কবীরের ডাকে ত্রান নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর পলিটেকনিক শাখার সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার এই সংগঠন এদিন ডেবরা ব্লকের চকমাধুরী,শ্রীপুর,মাধবনপুর, সহ একাধিক জায়গায় গিয়ে ত্রান সামগ্রী প্রদান করেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান, তেল, বিস্কুট, চিনি, কলগেটসহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অসীম কুমার সাউ সহ অনান্যরা। এদিন প্রায় ২০০ পরিবারকে ডেবরায় এই ত্রান তুলে দেওয়া হয়। অপরদিকে খানাকুল, ঘাটাল সহ একাধিক বন্যা কবলিত এলাকায় এই সংগঠন কাজ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।