বকেয়া DA: রাজ্যকে ৩৬ টাকা করে দিলো সরকারি কর্মীরা!

বকেয়া ডিএ নিয়ে এখনও আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা। আন্দোলনের মাত্রা নিলো অন্য রূপ। জলপাইগুড়িতে সরকারি কোষাগারে ৩৬ টাকা দিয়ে অভিনব প্রতিবাদ দেখালো রাজ্য সরকারি কর্মীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
da1

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: বকেয়া ডিএ (DA) নিয়ে এখনও আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মচারীরা (State Govt Employee)। আন্দোলনের মাত্রা নিলো অন্য রূপ। জলপাইগুড়িতে সরকারি কোষাগারে ৩৬ টাকা দিয়ে অভিনব প্রতিবাদ দেখালেন রাজ্য সরকারি কর্মীরা। মন্ত্রীদের খাতে ৩৬ টাকা দিয়ে ৩৬ শতাংশ বকেয়া ডিএ মামলায় জলপাইগুড়ি শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে বিক্ষোভ (Protest) প্রদর্শন করেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরপরে ব্যাঙ্কে ঢুকে সরকারি অ্যাকাউন্টে ৩৬ টাকা করে প্রদান করেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। কর্মীদের ৩৬ শতাংশ ডিএ বকেয়া থাকলেও মন্ত্রীদের ভাতা যাতে বন্ধ না হয়, এ বিষয়েই কটাক্ষ করা হলো এর মাধ্যমে।