নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ড নিয়ে এমনিই সুর চড়িয়েছে এরাজ্যের গেরুয়া শিবির। যদিও এই বিষয়ে খুব একটা মন্তব্য করতে দেখা যায়নি কেন্দ্রীয় মন্ত্রককে, কিন্তু এই বিষয়কে নিজেদের ঢাল করে নিয়েছে এই রাজ্যের গেরুয়া দল। আরজি করের জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলনে কোনও রাজনীতি ঢুকতে দেননি। শুধু নিজেদের পাশে চেয়েছেন সাধারণ মানুষদের।
তবে তারা নিজেদের এই লড়াইয়ে সর্বদায় পাশে পেয়েছে রাজ্য বিজেপিকে। কারণ আর যাই হোক না মেন, বিজেপি এই লড়াইয়ে প্রতিবাদ দেখাচ্ছে সোচ্চার ভাবে। আর এবার নিজেদের এক্স হ্যান্ডেলে রাজ্যের আরও এক করুণ অবস্থা তুলে ধরলো গেরুয়া শিবির।
রাজ্য বিজেপি আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। যেখানে তারা বলেছে, “পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় প্রতিনিয়ত নির্যাতিত নারীরা। আপনি কি জানেন NCRB রিপোর্ট অনুযায়ী প্রতি বছর অ্যাসিড হামলায় এগিয়ে বাংলা! মাত্র তিন বছরে ১ লক্ষ ৯৩ হাজার ৫১১ জন মহিলা নিখোঁজ! দেখুন বিস্তারিত তথ্য। আরজি করের নির্মম ঘটনা চোখ খুলে দিয়েছে বঙ্গবাসীর, আর চুপ করে নয়!” তাঁদের ভিডিওতে এমনই তথ্য প্রকাশ্যে এনেছে গেরুয়া শিবির।