এসএসবির প্রতিষ্ঠা দিবস, বাংলাদেশের জন্যে কড়া হুঙ্কার দিয়ে দিলেন প্রধান

আরো বেশি করে নজর আরোপ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
indobangladeshborder-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: এসএসবির ৬১ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হলেন এসএসবির মহাপরিচালক অমৃতমোহন প্রসাদ। এসএসবির ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলছে জমকালো অনুষ্ঠান। এর আগেই এসএসবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন এসএসবির প্রধান। 

এদিন এই অনুষ্ঠান থেকে এসএসবিডিজি অমৃত মোহন প্রসাদ জানান, এসএসবি সীমান্তে যে কোন বেআইনি গতিবিধি রুখতে সদা তৎপর হয়ে থাকে। বিএসএফের মতন এসএসবিও সীমান্ত মোতায়েন হয়ে অতন্দ্র প্রহরীর মতন কাজ করে চলেছে নিরন্তর। বেআইনি পাচার থেকে শুরু করে নেশা সামগ্রী উদ্ধার সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এস এস বি। 

ssb dg (1).jpg

এসএসবি ভারত নেপাল এবং ইন্দ ভুটান সীমান্তে অবিরাম পাহারা দিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ৬১ তম উত্থাপন দিবসের শুভ আরম্ভ করা হবে আগামী দিনে। শিলিগুড়ি শহরকে কেন্দ্র করে যেসব সংবেদনশীল জায়গা রয়েছে সেগুলিতে আরো বেশি করে নজর আরোপ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। 

সীমান্তের নিকটবর্তী যে সকল মানুষ রয়েছেন তাদের পথচলা যাতে আরো স্বাভাবিক হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। বিশেষ করে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর নজর দিয়ে নজরদারি আরো বাড়ানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন এসএসবির আরো বিশিষ্টকর্তারা এবং প্রশাসনিক আধিকারিকরা।

bangladesh hindu