মেদিনীপুর সৃষ্টিশ্রী মেলায় ৫ কোটি টাকার ব্যবসা

কে দিলেন এই তথ্য?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-04 at 7.37.32 PM

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: রেকর্ড করলো মেদিনীপুর সৃষ্টিশ্রী মেলা। বেশ কয়েকটি মেলার মধ্যে অন্যতম এই সৃষ্টিশ্রী মেলা। পশ্চিমবঙ্গের সরকারের উদ্যোগে প্রত্যেকটি জেলায় শুরু হয়েছে এই মেলা। সবলা মেলা থেকে বইমেলা, খাদ্য মেলা থেকে সৃষ্টিশী, তবে এবার ব্যবসার দিক থেকে রেকর্ড ঘটলো সৃষ্টির মেলায়। 

WhatsApp Image 2025-02-04 at 7.40.16 PM

সরকারি তথ্য অনুযায়ী প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা হয়েছে মেদিনীপুর সৃষ্টিশী মেলা থেকে। আর এই তথ্যই এল সরকারি আধিকারিকদের কাছে। তাদের মতে এই ধরনের মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের যে বিশেষ সম্ভার নিয়ে শুরু হয় তারাও স্বনির্ভর হচ্ছে। আগামী দিনে আরো ভালোভাবে যাতে এই ধরনের মেলাকে ত্বরান্বিত করা যায় সেদিকে সরকার লক্ষ্য রাখবে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই ধরনের স্বনির্ভর হওয়ার মেলার আয়োজন করা হয়ে থাকে।পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরী জানান, "এই বছর আমাদের মেলা ভালই সাফল্য পেয়েছে। আগামী দিনে আমরা আরো ভালো কাজ করবো এবং এই মেলার প্রত্যেকটি ব্যাবসায়ী এবং শিল্পীকে ধন্যবাদ, যারা এই সৃষ্টিশ্রী মেলায় অংশগ্রহণ করেছিলেন। সর্বপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তাঁর উদ্যোগেই আমাদের এই মেলা সফলতা পেয়েছে"।