নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দুধবাগান গ্রামে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে এক মহিলার বলে স্থানীয়রা জানান। মৃতার নাম লক্ষী মার্ডি(৫৪) বলে জানা গিয়েছে। যদিও ডায়েরিয়ায় মৃত্যুর কথা মানছেন না ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সংঘমিত্রা ভৌমিক। তিনি বলেন," আমরা ওই এলাকায় মেডিকেল টিম পাঠিয়েছি। সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে। এলাকার মানুষদের পরিষেবা দেওয়ার পাশাপাশি সচেতন করা হচ্ছে।"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাতারের মাহাতা গ্রামপঞ্চায়েতের দুধবাগান আদিবাসীপাড়ার বাসিন্দা লক্ষী মার্ডি (৫৪) নামে এক মহিলা ডায়েরিয়া আক্রান্ত হলে বুধবার গভীর রাতে তাকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়েছে।
মাহাতা গ্রামপঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি বলেন," গত দুই তিনদিন ধরে ওই পাড়ায় ডায়েরিয়া দেখা দিয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। মেডিকেল টিম রয়েছে। আমরা নজর রাখছি।শুনেছি একজন মারা গিয়েছেন।" স্বপনবাবু আরও বলেন,"একটি পুকুর থেকে ডায়েরিয়া ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সেজন্য ওইপাড়ার একটি পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত থেকে জলের গাড়ি পাঠানো হয়েছে।"