ডার্বি বাতিল! চারদিকে একটাই আওয়াজ আরজি করের বিচার চাই-মেদিনীপুরে পথে নামল ক্রীড়াপ্রেমীরা

আরজি করের ঘটনায় মেদিনীপুরে পথে নামল ক্রীড়াপ্রেমীরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
lkmn

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ ক্রীড়াপ্রেমীরা দাবি তুললেন আরজিকরের বিচার চাই। সেই আওয়াজ ফুটবল মাঠে গ্যালারির মধ্যে তুলে ধরার কথা ছিল। কিন্তু খেলায় বাতিল করে দেয়। তাই বিচার চাইতে পথে নামলেন ক্রীড়াপ্রেমীরা। রবিবার ছিল কলকাতায় ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ। মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলা মানে আলাদা আবেগ থাকে দুই দলের সমর্থকদের মধ্যে। তবে আগে থেকেই দুই দল মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছিল আরজিকরের ঘটনায়। "জাস্টিস ফর আরজিকর" স্লোগান তোলার কথা ছিল গ্যালারি জুড়ে। কিন্তু রবিবারের ডার্বি ম্যাচ শনিবার বাতিল করে দেয়। এরপরই মাঠে নয়, রাস্তায় নামার কথা ঘোষণা করে দেয় ইস্টবেঙ্গল, মোহনবাগান এমনকি মহামেডান ক্লাবের সমর্থকরা। রবিবার বিকেলে কলকাতায় মিছিলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে মিছিল দেখা গিয়েছে। মেদিনীপুর শহরেও রবিবার সন্ধ্যায় মিছিল করে ক্রীড়াপ্রেমী মানুষজন। শহরের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মশাল হাতে মিছিল শহর পরিক্রমা করে। তবে অনেকেই মনে করছেন, ডার্বি ম্যাচ বাতিল হওয়ায় ফুটবলের তিন প্রধান দলের সমর্থকদের পথে নামতে সুযোগ করে দিয়েছে। খোদ মোহনবাগান অধিনায়ক পর্যন্ত রাস্তায় নেমেছেন কলকাতায়। ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে রাস্তায় নেমেছেন। পুলিশ যে সমস্ত সমর্থকদের আটক করেছিলেন তাদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।