লোকসভা ভোট, ফের ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগদান বহু কর্মীর

লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন।

author-image
Aniruddha Chakraborty
New Update
কজনব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা, খেজুরিঃ খেজুরিতে বিজেপিতে আবারও ভাঙন। জানা গিয়েছে, খেজুরির কামারদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বেশ কিছু বিজেপি কর্মীরা। সূত্রে খবর, খেজুরির কামারদায় বিজেপি ও সিপিআইএমের অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে তৃণমূলের কামারদা চলো সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কিছু বিজেপি কর্মীরা। 

hire