গতিবেগ ঘন্টায় ১৩০ ! অমৃত ভারত এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই সেলফির হিড়িক !

ট্রেনটি খড়গপুরে এসে পৌঁছাবে বিকেল ৫ টা ৪৫ মিনিটে

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে পৌঁছানোর পরই শুরু হয়ে গেল সেলফি তোলার হুড়োহুড়ি। শনিবার ঘড়ির কাটা যখন ঠিক রাত্রি ৮ টা, ঠিক সেই সময়ই খড়গপুর স্টেশনে রয়েছে পৌঁছোয় অমৃত ভারত এক্সপ্রেস। ট্রেনের সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের।

দ

অমৃত ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খড়গপুর ডি.আর.এম. কে আর চৌধুরী সহ অন্যান্য অধিকারিকরা। এই অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ৫ মিনিট খড়গপুর স্টেশনে অপেক্ষা করার পর, ৮ টা ৫ মিনিটে ৪ নম্বর প্লাটফর্ম থেকে ট্রেনটি রওনা দেয়। এদিন পরীক্ষামূলকভাবেই ট্রেনটি চালানো হয়েছিল রেলের পক্ষ থেকে।