নিজস্ব সংবাদদাতা: সুন্দরবনের জীবজগৎ সম্পর্কে শিক্ষার্থীদের মনে বাস্তবিক ধারণা তৈরী করতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মিশন লাইফ প্রোগ্রামের অধীনে প্রকৃতির অধ্যায়ন শিবির, কর্মশালা ও মডেল প্রদর্শনীর আয়োজন করল সুন্দরবনে। অতিথি হিসেবে সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ এবং মৎস্য বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব রোশনি সেন, সুব্রত ঘোষ, অফিসার অন স্পেশাল ডিউটি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ শিক্ষা কর্মসূচির নোডাল অফিসার, মিঠুন বিশ্বাস, আইএএস, ক্যানিং পশ্চিমের রিটার্নিং অফিসার এবং ক্যানিংয়ের সাবডিভিশনাল অফিসার, সমঞ্জিত সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এসপিএম এবং পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিব। সকলে একে একে বক্তব্য রাখলেন। শুনে নেওয়া যাক।