দুপুরে বলি! নবমীতে বিশেষ পুজো বেলুড় মঠে

নবমীতে উপচে পড়া ভিড় বেলুড় মঠে। করোনাকাল পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বেলুর মঠ। রীতি মেনে চলছে পুজো।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোো

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা  : দেখতে দেখতে অষ্টমীও অতিক্রান্ত। দুর্গাপুজোর নবমীতে এসে দাঁড়িয়েছি আমরা। হাতে মাত্র আর একটা দিন। রাত পেরলোই উমার বিদায় বেলা। আবার এক বছরের অপেক্ষা। দুর্গাপুজোর সময় মহা ধুমধামের সহিত পুজো হয় বেলুর মঠেও। অষ্টমীতে রীতি মেনে হয় কুমারী পুজো। নবমীতেও রয়েছে বিশেষ পুজো। সকাল থেকেই চলছে পুজো পাঠ। ভক্তদের ভিড় উপচে পড়া। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। রয়েছে বলি প্রথা। তবে নরবলি কিংবা পশু বলি নয়, বেলুর মঠে নবমীতে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলির প্রথা রয়েছে। পুজোর পাশাপাসি রয়েছে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা। বিতরণ করা হবে ভোগও।

hiren