নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : পঞ্চায়েত নির্বাচনের আগেই শিরোনামে উঠে আসে কুড়মি আন্দোলন। দিনের পর দিন রাস্তা, রেলপথ অবরোধ করে অধিকারের দাবিতে লড়াই করেছেন কুড়মিদের একটা বড় অংশ। ভোট মিটলেও অধিকারের দাবিতে লড়াই জারি থাকবে বলেই বার্তা দিলেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। পরে ভোটের সপ্তাহখানেক আগে মুক্তি পান। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কুড়মি সমাজের জাতিসত্তার অধিকারের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন চলবে। তবে শান্তি যাতে বজায় থাকে, সেই বার্তা দিয়েছেন তিনি। রাজেশ মাহাতো বলেন, কোথাও কোনও কর্মসূচি করতে হলে কুড়মি নেতৃত্বের অনুমতি নিয়েই করতে হবে।
তিনি আরও জানিয়েছেন, কুড়মি সমাজের প্রতিনিধি যে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁরা এখনও কোনও বিজয় উত্সব করতে পারবেন না। পঞ্চায়েত নির্বাচনের সময় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেন তিনি। রাজেশ মাহাতো জানিয়েছেন, কুড়মি সমাজের সমর্থনে যে সব নির্দল প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতে আসন পেয়েছেন, মানুষের উন্নয়নের স্বার্থে তাঁদের প্রত্যেককে এককভাবে কাজ করতে হবে। আর যেখানে ত্রিশঙ্কু হয়েছে, সেখানে উন্নয়নের স্বার্থে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীদের অন্যান্য রাজনৈতিক দল সমর্থন করে বোর্ড গঠন করতে পারে। তবে কুড়মি প্রার্থীরা কাউকেই সমর্থন করবেন না বলে জানান রাজেশ মাহাতো।