নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বর্ষায় আগস্ট মাসে কলকাতায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।
এইদিকে সেপ্টেম্বর মাসের শুরুতেও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বইছে ঝোড়ো হাওয়া। এই আবহেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এই একই আবহাওয়া বিরাজমান থাকবে।