নিজস্ব সংবাদদাতা: বসন্ত পেরিয়ে গরম এসে গিয়েছে। আর রক্ষা করছে না সূর্যিদেব। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আজ তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে।
/anm-bengali/media/media_files/HmGteIiQzJx7fj9Z83yn.jpeg)
ফলে সাবধান হন, নইল বিপদে পড়তে হবে এই চরম গরমে। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানের কালনায় ৪২ ডিগ্রি থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
Kolkata | South Bengal | Ambika Kalna | Weather