আকাশ ভেঙে পড়তে চলেছে! ঝড়-বৃষ্টির দাপটে কাঁপবে রাজ্য, প্রস্তুত থাকুন এই ছয় জেলার বাসিন্দারা

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিস্তারিত জানুন।

author-image
Debapriya Sarkar
New Update
১১১

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ফের সক্রিয় মৌসুমি অস্থিরতা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় জারি হয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

 বৃষ্টি

বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি হয়েছে। শনিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

অকাল বৃষ্টি! সমস্যায় কৃষকরা

অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার—এই জেলাগুলিতে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারের পর শনিবারও রাজ্যের অনেক জেলায় বজায় থাকবে বৃষ্টির আবহ।

সতর্ক থাকুন! আজ থেকে আগামী দুদিন রাজ্যে চলবে টানা বৃষ্টি

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলাগুলিতে বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলতে এবং দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে।