নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গজুড়ে আজ ও কাল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কালিম্পং-এর পার্বত্য এলাকাতেও।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামী তিন দিন তাপমাত্রা খুব সামান্য কমে যেতে পারে। শনিবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ।