নিজস্ব সংবাদদাতা: আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানের কালনায় সকাল থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৮ টা থেকে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শেষ হবে বিকেল ৫ টা পর্যন্ত। বিকেল ৫ টার পর বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘমুক্ত হবে না। ভোররাতে ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই নিজেকে গুছিয়ে রাখুন ও সাবধান হয়ে যান। নয়ত বৃষ্টিতে ভুগতে হতে পারে। আজ কালনার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ কালনার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।