নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে আজ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার আকাশ আর কিছুক্ষণের মধ্যেই কালো মেঘে ঢাকতে চলেছে। বেলা ১১ টা থেকে কালনার আকাশ মেঘে ঢাকতে শুরু করবে। দুপুর ২ টো নাগাদ সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে যাবে। আকাশে মেঘ থাকবে রাত ৮ টা পর্যন্ত। তবে কালনায় আজ বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। কালনায় আজ গরমের প্রভাব বজায় থাকবে। আজ কালনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই তাপমাত্রা বজায় থাকবে। আজ কালনায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।