নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি হবে বলেই পূর্বাভাস। জুন মানেই বর্ষার আগমনের মাস। তবে জুনের শুরুতে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকায় চরম অস্বস্তিকর আবহাওয়া। শনিবার অর্থাৎ আজও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।