সংবিধানের স্তম্ভকে ধ্বংস করছে শাসকদল, বিস্ফোরক শুভেন্দু

সামনেই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। টিএমসিকে নিশানা করে বিশেষ মন্তব্য করলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Probha Rani Das
New Update
 Suvendu Adhikari

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সম্পর্কে পশ্চিমবঙ্গের লোকসভা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “ভারতের সংবিধানের শেষ কথা হল, সবাই ভারতের সংসদে অনুমোদিত আইন অনুযায়ী চলে। ডেরেক ও'ব্রায়েনের দল (তৃণমূল) পশ্চিমবঙ্গে সংবিধানের চারটি স্তম্ভ ধ্বংস করেছে।” 

suvenduasdhii.jpg

Add 1

স

cityaddnew

স