এবার এই জায়গায় হবে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা! হয়ে গেল ঘোষণা

সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
sourav

file pic

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ  ইস্পাত কারখানার জায়গা বদল হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পরিবর্তে গড়বেতায় সেই কারখানা হবে বলে জানালেন তিনি। রবিবার কলকাতার একটি অনুষ্ঠান থেকে নিজের মুখে এমনটাই জানিয়েছেন মহারাজ। উল্লেখ্য, স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি ইস্পাত কারখানা করবেন। সেইমতো কথাবার্তা এবং জমি পরিমাপেরও কাজও শুরু হয়েছিল। আর তা করতে গিয়েই পিছু হটতে হল তাঁকে। সূত্রে খবর, শালবনীতে জমি পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে। যা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। তারপরেই সেখান থেকে সরে গড়বেতায় করার কথা জানালেন মহারাজ। এতে ব্যাপক কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এটি তার দ্বিতীয় ইস্পাত কারখানা। ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেন। এই দ্বিতীয় ইস্পাত কারখানা তিন-চার মাসের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শালবনীতে জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে বহু মানুষ স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে সেই প্রকল্পের কাজ স্থগিত করেছিল জিন্দাল। ফলে স্বপ্নভঙ্গ হয়েছিল এলাকাবাসীর। তার পরিবর্তে ওখানে সিমেন্ট কারখানা করা হয়। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সৌরভ গাঙ্গুলীর দ্বিতীয় ইস্পাত কারখানা ঘিরে কর্মসংস্থানের আশা দেখছেন গড়বেতাবাসী।

Add 1