শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা! জানা গেল বড় খবর

সৌরভের ইস্পাত কারখানা নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
1665659077_sourav (1).jpg

file pic

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সূত্রে খবর, শালবনীতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। সূত্র মারফত জানা গিয়েছে, শালবনীতে জমি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তাই অন্যত্র কারখানা সরানোর কথা ভাবছে মালিক পক্ষ। পশ্চিম জেলার অন্তর্গত শালবনীতে ইস্পাত কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেন বাংলার মহারাজ নামে খ্যাত সৌরভ গাঙ্গুলী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি ইস্পাত কারখানা করার আগ্রহ প্রকাশ করেন। তারপরে দীর্ঘ একটা সময় কেটে গেলেও কোন রকমের কারখানা শুরুর প্রক্রিয়া দেখা যায়নি। রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন উঠেছিল সবই নাকি বাজার গরম করার জন্য। হঠাৎ তারই মাঝে নতুন খবর এল কারখানার স্থান পরিবর্তন হচ্ছে। শালবনীর পরিবর্তে গড়বেতায় হবে ইস্পাত কারখানা। এখন দেখার বিষয় গড়বেতাতে কত দিনের মধ্যে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা শুরু হয়। যত তাড়াতাড়ি শুরু হবে এলাকার ছেলেরা কাজ পাবে বলে মনে করছে অনেকে।

Add 1