বন্যার জলে ভাসছে বিজেপি শাসিত রাজ্য-১০ লক্ষ টাকা অনুদান! মানবিক সৌরভ

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
sourav gangulyq2.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে বন্যা পরিস্থিতিতে চতুর্দিকে জল থৈ-থৈ করছে সর্বত্র। এই অবস্থাতে এবার সাহায্যের হাত বাড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বন্যার জলে ভাসছে ত্রিপুরা। সেখানেই এবার মোটা টাকার সাহায্য পাঠালেন সৌরভ। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। মানবিক ছবি এবার ধরা দিল সৌরভের পদক্ষেপে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সৌরভকে। এবার সেখানের বাসিন্দাদের জন্যই মোটা টাকার সাহায্য পাঠালেন সৌরভ। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি সৌরভ।

এই বিষয়ে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, "সম্প্রতি বন্যায় রাজ্যের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী বাবদ ১০ লক্ষ টাকা দিয়েছেন। আগামীকাল বিভিন্ন জেলায় ওই ত্রাণ সামগ্রী বন্যায় দূর্গতদের মধ্যে দেওয়া হবে। ত্রিপুরায় পর্যটনে সৌরভ গাঙ্গুলী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকে পর্যটকে সংখ্যা বৃদ্ধি পেয়েছে।" 

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কিছু না জানালেনও ত্রিপুরার মানুষ তাতে উপকৃত। দুর্গতের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়াচ্ছেন অনেকেই।