ভুল ফর্ম দিচ্ছেন বিডিও! আবারও রাস্তায় বসে প্রতিবাদ সৌমিত্রর

রাজ্য সড়ক আটকে প্রতিবাদ বিজেপির। অভিযোগ, শাসক দল বিরোধীদের মনোনয়নে বাধা দিচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় সাধারণ মানুষ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১২

নিজস্ব সংবাদদাতা : মনোনয়নকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের আগেই ধুন্ধুমার কাণ্ড বাংলায়। বার বার শাসকদলের বিরুদ্ধে মনোনয়নে বাধা প্রদানের অভিযোগ উঠছে। যার প্রতিবাদে ফের রাস্তায় বসে পড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।  অভিযোগ, বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী ও দুষ্কৃতীরা। সোমবার বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের উপর বাঘাজোল মোড়ে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তাই ফের রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ,কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহাররা।

এদিন সৌমিত্র মারাত্মক অভিযোগ করেন বিডিওর বিরুদ্ধে। বলেন, তাদের ভুল ফর্ম দেওয়া হচ্ছে। যেকারণে মনোনয়ন জমা হলেও ভুলভ্রান্তির কারণে সেই মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন,''পুলিশই নেই এই এলাকায়। জায়গায় যে ব্যারিকেড করা হয়েছে তা লোক দেখানো।'' টানা চারদিন ধরে বিডিও অফিসের সামনে আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র। যাবেন হাইকোর্টেও।