সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী

"তাদের প্রার্থী ঘোষণার জন্য আমাদের প্রচার তো থেমে থাকবে না, গত কয়েক মাস ধরে আমাদের নানান কর্মসূচি চলছে।"

author-image
Shroddha Bhattacharyya
New Update
DFGTYHUJIKL

নিজস্ব সংবাদদাতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জানান - "তাদের প্রার্থী ঘোষণার জন্য আমাদের প্রচার তো থেমে থাকবে না, গত কয়েক মাস ধরে আমাদের নানান কর্মসূচি চলছে।" ভুয়ো ভোটারের প্রসঙ্গে তিনি বিরোধী দলনেতার কথা তুলে ধরেন। তিনি জানান, "এখনও পর্যন্ত কোনো আউটডোর কর্মসূচি হয়নি। সবকটি পূর্ব নির্ধারিত কর্মসূচি। শিশির অধিকারী তার প্রচারে নামবে এটা তার সৌভাগ্য। বিগত নির্বাচনে এলাকায় ব্যাপক সন্ত্রাস সংগঠিত হয়েছে। সন্ত্রাস কবলিত এলাকা গুলিতে বাড়তি সেন্ট্রাল ফোর্স থাকবে। উত্তর ও দক্ষিণ কাঁথির পাশাপাশি পটাশপুরকে সন্ত্রাসের আঁতুড় ঘর বানানো হয়েছে। নির্বাচনের আগে মানুষের ভয় ভীতি না কাটানো গেলে, পুলিশের মদতে নির্বাচন আবারও প্রহসনে পরিণত হবে। গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব নির্বাচন, সেই উৎসবে ২০২২-এ পৌরসভা ও ২৩শে পঞ্চায়েত নির্বাচনে বিগত দিনে যে সন্ত্রাস দেখেছি, সেখানে ভয় মুক্ত নির্বাচন দেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, ১৬ লক্ষ ভুয়া ভোটারের তালিকা জমা করা হয়েছে।" বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীকে নিয়ে তিনি বলেন- "তিনি একজন প্রণম্য ব্যক্তি আমাদের কাছে, সারা পশ্চিমবঙ্গের যুব সমাজ তার দিকে একটা অন্য আশা নিয়ে তাকিয়ে আছে। তিনি আগামীদিনে যাই করুন, পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণের শুভেচ্ছা, তার সঙ্গে আছে।"

 

 

Add 1

cityaddnew

স

Addd 3