মৃত তৃণমূল কর্মীকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন সৌমেন মহাপাত্র

শেষ বিদায়।

author-image
Adrita
New Update
য

নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ নন্দীগ্রামের গোকুলনগর ৬ নম্বর অঞ্চল বৃন্দাবনচক দক্ষিণ বুথ নম্বর ২৫৩ এ তৃণমূল কংগ্রেসের কর্মী মহাদেব বিসাইকে গতকাল নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ উঠেছে যে, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে রয়েছে। 

এই আবহে আজ তাঁর মরদেহ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পোস্টমর্টেম করে নন্দীগ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আগে , মরদেহে পুষ্পমাল্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।